পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন খান হত্যা মামলার আসামি ইন্টারপোলের রেড নোটিশভুক্ত রবিউল ইসলাম ওরফে আরাভ খানের অবস্থান এখনো জানতে পারেনি বাংলাদেশ পুলিশ। তবে তাকে আটক করে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত আছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
পুলিশ সদর দপ্তরের (এ আইজি মিডিয়া) মো. মনজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘আরাভকে আটক করে দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত আছে। এরই মধ্যে তার বিরুদ্ধে রেড নোটিশ ইস্যু হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ চলছে।’
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ গণমাধ্যমকে বলেন, কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে ইন্টারপোলের সহযোগিতায় আরাভ খানকে দেশে ফেরানোর চেষ্টা চলছে।
উল্লেখ্য, ২০০৮ সালের ৮ জুলাই পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরানকে হত্যা করা হয়। এ ঘটনায় মামুনের বড় ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে রাজধানীর বনানী থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ৩১ মার্চ রবিউলসহ (আরাভ) ১০ বিরুদ্ধে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে সময় আরাভকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছিল। এরপর সুযোগ পেয়ে আরাভ খান ভারতীয় পাসপোর্টের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে যায় বলে জানা গেছে।
পরে গেল ১৫ মার্চ দুবাইয়ে ‘নিউ গোল্ড সুক’য়ে আরাভ জুয়েলার্স নামে একটি সোনার দোকানের উদ্বোধন ঘিরে বাংলাদেশের ক্রীড়া ও বিনোদন জগতের তারাকাদের হাজির করার বিষয়ে আলোচনায় আসেন। এরপর তার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। বর্তমানে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত আছে। সেই সঙ্গে ইন্টারপোলের মাধ্যমে দুবাইয়েও খোঁজখবর রাখছেন।