মরণ ফাঁদে পরিণত হয়েছে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের প্রধান সড়ক। খানাখন্দে ভরা এ সড়ক। সৃষ্টি হয়েছে শত শত ছোট বড় গর্ত। সড়কের অনেক স্থান দেবে গেছে। ফলে প্রায় দুর্ঘটনা ঘটছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে থাকে। এছাড়া রহমতপুর, অফিসমহল্লা, কালভার্ট, কাঠপট্টি, থানা ও ভূমি অফিসের সামনের সড়কের একই অবস্থা। এসব সড়কে প্রতিনিয়ত যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। দ্রুত সময়ের মধ্যে সংস্কার কিংবা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, সড়কের খানাখন্দের কারণে মাঝে মাঝে সড়কে যানবাহন উল্টে নাগরিকরা আহত হন। কেউ কেউ আবার এসব কারণে কর্তৃপক্ষকে গালিগালাজ করছেন। পৌরসভার সরু সড়কের ফুটপাত দখল, রিকশা-অটো-ভাড়াটে মোটরসাইকেলের যত্রতত্র পার্কিং, প্রভাবশালীদের ইট-পাথর-বালু বহনকারী যানবাহন নাগরিক চলাচলে আরও দুর্ভোগ যুক্ত করেছে।
কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির জানান, পৌরসভার অধিকাংশ সড়ক মেরামত করা হয়েছে। এখন সিসির বদলে আরসিসি করা হচ্ছে। ইতিমধ্যে ১০-১২ কিলোমিটার আরসিসি সড়ক করা হয়েছে। এছাড়া সকল সড়কের দ্রুত নির্মাণ ও সংস্কারে পদক্ষেপ নেয়া হয়েছে।