এআই চ্যাটবট হয়ে ফিরলেন মেরিলিন মনরো!

0

এবার এআই চ্যাটবট হয়ে ফিরলেন জনপ্রিয় প্রয়াত মার্কিন অভিনেত্রী, মডেল ও গায়িকা মেরিলিন মনরো।

শুক্রবার সিডনির ‘এসএক্সএসডব্লিউ’ চলচ্চিত্র উৎসবে মার্কিন ব্র্যান্ড ব্যবস্থাপনা কোম্পানি ‘অথেনটিক ব্র্যান্ডস গ্রুপ (এবিজি)’র সঙ্গে যৌথভাবে মেরিলিনের বট সংস্করণের প্রথম ঝলক দেখায় নিজেদেরকে ‘বায়োলজিকাল এআই-পাওয়ার্ড ডিজিটাল পিপল’ হিসেবে পরিচয় দেওয়া কোম্পানিটি।

সোল মেশিনস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০ মিনিটের মতো কথোপকথন চালিয়ে যেতে পারে মেরিলিনের এই বট সংস্করণ। তাদের দাবি, মানুষের মতো করেই স্বয়ংক্রিয়ভাবে এই ডিজিটাল মনরোও আলাপ করতে পারে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here