টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হারাচ্ছেন কোহলি?

0

আইসিসির ইভেন্টে ট্রফির দীর্ঘ খরা কাটাতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশ মনোযোগী ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টুর্নামেন্টের সম্ভাব্য সেরা দল বেছে নিতে গিয়ে নির্বাচক প্যানেলকে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে। প্রয়োজনে বিরাট কোহলিকেও বাদ দেওয়া হতে পারে বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম।

টি-টোয়েন্টি বিশ্বকাপে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে চাইছে বোর্ড। তাই কোপ পড়তে পারে কোহলির উপর। যুক্তি হিসেবে বলা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের ধীর গতির উইকেটে ২০ ওভারের ক্রিকেটে কোহলির পক্ষে মানিয়ে নেওয়া অসুবিধার হতে পারে। ব্যাটে ভালোভাবে বল আসবে, এমন পিচে খেলতে স্বচ্ছন্দ বোধ করেন কোহলি।

ভারতের জার্সিতে কোহলিকে সর্বশেষ দেখা গেছে গত জানুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। ওই সিরিজ দিয়েই ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবার এই সংস্করণে জাতীয় দলের হয়ে খেলেন কোহলি। সিরিজের শেষ দুটি ম্যাচ খেলে একটিতে ২৯ রান করলেও পরেরটিতে শূন্য রানে আউট হন এই ব্যাটসম্যান।

বোর্ড মনে করছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ করে নেওয়ার মতো ছন্দে নেই কোহলি। তাই আগামী ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত কিছু করতে না পারলে নির্বাচকরা কোহলিকে বাদ দেওয়ার পরিকল্পনা থেকে সরবেন না বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here