জেল থেকে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

0

ফরিদপুরের ভাঙ্গায় জেল থেকে বের হয়ে মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় নাঈম ফকির (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত নাঈম ফকির ভাঙ্গা পৌর সদরের ছিলাধরচর গ্রামের মৃত কিবরিয়া ফকিরের ছেলে। মঙ্গলবার (১২ মার্চ) দিনগত রাত ৮টার দিকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের গোলচত্বরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নাঈম ফকির ২০২২ সালের ডিসেম্বরে তার বাবাকে খুন করে। ঘটনার পর নাঈম ফকিরের চাচা দেলোয়ার ফকির বাদি হয়ে নাঈমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় বহুদিন জেল খাটেন নাঈম ফকির। জেল থেকে বেরিয়ে মঙ্গলবার দিনগত রাতে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here