হবিগঞ্জে বাজারে উত্তাপ, জরিমানা

0

পবিত্র রমজান মাসের শুরুতেই উত্তাপ ছড়াচ্ছে লেবুর বাজার। মাত্র ক’দিন আগেও যেখানে লেবুর বাজার ছিল স্থিতিশীল সেখানে দিন কয়েকের ব্যবধানে হালির দামে তা গিয়ে দাড়িয়েছে প্রায় তিন গুণে। এমতাবস্থায় লেবুর বাজার স্থিতিশীল রাখতে মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। 

তিনি জানান, চৌধুরী বাজার এলাকার লেবু ব্যবসায়ী ফরিদ মিয়া ৪৪ টাকায় কেনা একহালি লেবু ১২০ টাকা করে বিক্রি করছিল। তাকে কাগজপত্র দেখাতে বললে সে তা দেখাতে পারেনি। পরে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 
দেবানন্দ সিনহা বলেন, এছাড়াও অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে ফল বিক্রেতা তাজুল ও সুজন এবং আলু বিক্রেতা তাহমিদ এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা করে জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here