ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড় জয়সওয়াল

0

ফেব্রুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতের তরুণ ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল। মঙ্গলবার ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করে আইসিসি।

মাসের সেরা খেলোয়াড় হতে তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কাকে।

তবে এবার যশস্বী জয়সওয়াল পরিশ্রমের ফল পেলেন। আইসিসির পক্ষ থেকে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার ঘোষণা করা হয় তাকে।

গত মাসে ৩ টেস্ট খেলে ৫৬০ রান করেছেন জয়সওয়াল। প্রথম ম্যাচে হারলেও বিশাখাপত্তনমে তার ২১৯ রানের ইনিংসে ভর করে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত। এরপর রাজকোট টেস্টেও ২১৪ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। ইনিংসটি খেলার পথে ১২টি ছক্কা হাঁকিয়েছেন বাঁহাতি এই ওপেনার। যা টেস্ট ইতিহাসে এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

মাসসেরার পুরস্কার জিতে জয়সওয়াল বলেন, আইসিসির পুরস্কার পেয়ে আমি সত্যিই খুশি। আশা করি, সামনে আরও পাব।

এদিকে, মেয়েদের ক্রিকেটে সেরা খেলোয়াড় হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here