মহিষের গুঁতোয় প্রাণ গেল কৃষকের

0

পটুয়াখালীর গলাচিপায় মহিষের গুঁতোয় মনির হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রমে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের এসকান্দার চৌকিদারের ছেলে। গোলখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আকন মো. আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মনির হোসেন কলাপাড়া উপজেলার নমর হাট থেকে সোমবার ২ লাখ ৪৫ হাজার টাকায় মহিষটি ক্রয় করেনে। মঙ্গলবার সকাল ৭টার দিকে নিজ বাড়ির উত্তর পাশে মাঠে ঘাস খাওয়াতে গেলে মহিষটি শিং দিয়ে মনির হোসেনকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে মনির মারাত্মকভাবে আহত হয়। তার ডাক-চিৎকার শুনে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে গাজীপুর বাজারে উপস্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে নেওয়ার পথে শাখারিয়া নামক স্থানে তার মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here