প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে গুজরাট টাইটান্স আইপিএল অভিযান শুরু করলেও হার্দিক পান্ডিয়াদের জন্য এলো দুঃসংবাদ। গোটা টুর্নামেন্টেই আর মাঠে নামতে পারবেন না কেন উইলিয়ামসন। শুক্রবার ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক।
গুজরাট টাইটান্স ছেড়ে এখন বাড়ি ফিরতে হচ্ছে তাকে। নিউজিল্যান্ডেই চলবে তার পুনর্বাসন প্রক্রিয়া। তবে ঠিক কতদিনের মাঠের বাইরে থাকবেন তিনি তা নিশ্চিত করেনি নিউজিল্যান্ড ক্রিকেট।
আসরের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ইনিংসের ১৩ তম ওভারে ডিপ স্কয়ার লেগের বাউন্ডারি সীমানায় অনেকটা লাফিয়ে বল ধরার চেষ্টা করেছিলেন উইলিয়ামসন। তাতে অবশ্য সফল ছিলেন তিনি। ছয় হতে দেননি সেই বলে। কিন্তু মাটিতে পড়ার সময় কিউই তারকা যন্ত্রণায় কাতরাচ্ছিলেন।