এক কিলোমিটার দূর থেকে কয়েনে আঘাত হানতে পারে যুক্তরাজ্যের প্রথম লেজার অস্ত্র। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার তাদের প্রথম লেজার অস্ত্রের পরীক্ষা চালানোর একটি ভিডিও প্রকাশ করেছে।
‘ড্রাগনফায়ার’ নামের এই লেজারটি আকাশ থেকে ড্রোনকে ধ্বংস করতে ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, এক কিলোমিটার দূর থেকে একটি কয়েনে আঘাত করতে অস্ত্রটি যথেষ্ট নিখুঁত।
গত জানুয়ারিতে স্কটল্যান্ডের হারব্রাইডস রেঞ্জে অস্ত্রটির পরীক্ষা চালানো হয়। সফল পরীক্ষার পর প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেন, এই প্রযুক্তি ব্যয়বহুল গোলাবারুদের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি ক্ষয়ক্ষতির ঝুঁকিও কমাবে।
যুক্তরাজ্যের সেনাবাহিনী এবং রয়্যাল নেভি উভয়ই তাদের ভবিষ্যতের বিমান প্রতিরক্ষা সক্ষমতার অংশ হিসাবে ড্রাগনফায়ার ব্যবহার করবে। ১০ সেকেন্ডের জন্য লেজার ফায়ারে মাত্র এক ঘণ্টার জন্য হিটার ব্যবহার করার সমান ব্যয় হবে।