খাগড়াছড়িতে রমজানে বাজার নিয়ন্ত্রণে অভিযান

0

খাগড়াছড়িতে বাজারমূল্য স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের গঠিত বাজার মনিটরিং কমিটির আওতায় শহরের বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় চারটি দোকানে ৫ হাজার টাকা জরিমানা ও ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেড এম নাহিদ হোসেন জানান, রমজানকে ঘিরে নিত্যপণ্যের বাজার দর ঠিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়াও, দোকানে পণ্যের নির্ধারিত মূল্য তালিকা, বাড়তি দাম রাখা ও ভেজাল পন্য বিক্রি করা হচ্ছে এসব বিষয় দেখা হয়েছে। প্রাথমিকভাবে জরিমানা নয়, সতর্ক করে দেয়া হচ্ছে। এর ব্যত্যয় ঘটলে আর্থিক জরিমানা প্রয়োগ করা হবে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট। 
ভোক্তারা যাতে বাজারে স্বস্তির সাথে পন্য কিনতে পারেন এ বিষয়ে নজরে রেখে এ ধরণের অভিযান চলমান রাখা হবে। মাছ, মাংস বিভিন্ন ফলের দোকানেও চালানো হবে এ অভিযান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here