ইউক্রেনে রাশিয়ার অগ্রযাত্রা ‌‘থেমে গেছে’ : জেলেনস্কি

0

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের সৈন্যরা যুদ্ধক্ষেত্রে ঘুরে দাঁড়ানোয় রাশিয়া বাহিনীর অগ্রযাত্রা থেমে গেছে। 

এদিকে মস্কোর সাথে আলোচনায় বসার ব্যাপারে দেওয়া পোপ ফ্রান্সিসের পরামর্শ প্রত্যাখান করেছে কিয়েভ।

তবে সোমবার জেলেনস্কি ফরাসি সম্প্রচার কেন্দ্র বিএফএম টিভিকে বলেন, ‘রাশিয়ার অগ্রযাত্রা থেমে গেছে। আমাদের কমান্ড, আমাদের সামরিক বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার বাহিনীর অগ্রযাত্রা ঠেকিয়ে দিয়েছে।’

রাশিয়ার সাথে শান্তি আলোচনায় বসার ব্যাপারে পোপ ফ্রান্সিসের পরামর্শের ব্যাপারে ক্ষোভ প্রকাশের পর জেলেনস্কি এমন মন্তব্য করেন। 

কিয়েভের পাশাপাশি জার্মানি সুইস সম্প্রচার কেন্দ্র আরটিএস’র কাছে পোপের এমন মন্তব্যের কঠোর সমালোচনা করেছে।

সোমবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় পোপের এ মন্তব্যকে কেন্দ্র করে ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত বিসভলদাসকুলবোদাস ডেকে পাঠিয়ে তাকে কিয়েভের ক্ষোভের কথা জাানয়েছে।

মন্ত্রণালয় জানায়, পোপের এমন মন্তব্য ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘনে রাশিয়াকে আর উৎসাহিত করবে।’

সূত্র : ফ্রান্স ২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here