বেনাপোলে মাটিচাপা দেওয়া হিজড়ার গলাকাটা লাশ

0

বেনাপোল কাগজপুকুর গ্রামের রেশমা নামে এক হিজড়াকে খুন করে মাটিচাপা দেওয়ার পর মৃতদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ফারুক হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।

আটক ফারুক হোসেন বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের নুর ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্রের হয়ে কাজ করতেন নিহত রেশমা। সে পাসপোর্ট যাত্রীদের মালামাল বেনাপোল থেকে যশোরে পাচার করতো। 

বিষয়টি নিয়ে এএসপি নাভারন সার্কেল নিশাদ আল নাহিয়ান বলেন, কাগজপুকুর গ্রাম থেকে রেশমা নামে এক হিজড়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফারুক হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, ঘটনার সাথে জড়িত আরো ৫-৬ জনকে আটকের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here