বাগেরহাটের মোরেলগঞ্জে মাসুম মুন্সি নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেল ৪টার দিকে পৌরসভার কালাচাঁদের মাজার এলাকা থেকে পুলিশ ১০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
বানিয়াখালী গ্রামের সাইদুর রহমান মুন্সির ছেলে মাসুম মুন্সি (৪২) খাউলিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার।
ইয়াবাসহ মাসুম মুন্সিকে বহনের দায়ে পশ্চিম খোন্তাকাট গ্রামের মিলন আকনকে (৪০) গ্রেফতার ও তার মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।