সৌদি আরবে চাঁদ দেখার সংবাদ নিশ্চিত হবার পর নিউইয়র্কসহ সমগ্র আমেরিকার মসজিদগুলোতে (কিছুসংখ্যক বাদে) রবিবার তারাবিহ নামাজ আদায় করা হয়েছে। অর্থাৎ ১১ মার্চ সোমবার থেকে পবিত্র মাহে রমজান শুরু হলো আমেরিকায়। বাংলাদেশি, ভারত ও পাকিস্তানী আমেরিকান অধ্যুষিত এলাকার মসজিদসমূহে প্রতিদিনই রোজাদারদের মধ্যে ইফতার পরিবেশনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এদিকে এবারই প্রথম নিউইয়র্ক সিটির মসজিদসমূহে মাগরিব নামাজের আজান প্রকাশ্যে মাইকে প্রচারের অনুমতি মিলেছে। এছাড়া নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, জর্জিয়া, ভার্জিনিয়া, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, মিশিগান প্রভৃতি এলাকার বাংলাদেশি রেস্টুরেন্ট এবং গ্রোসারিসমূহে ইফতার-সামগ্রির মূল্য তুলনামূলকভাবে কম রাখা হচ্ছে।