পটুয়াখালীর দুমকিতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে র্যালি ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল প্রধান অতিথি ছিলেন। রেজোয়ানা হিমেল’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, দক্ষিণ বঙ্গ কৃষি ও কারিগরি ইনষ্টিটিউটের অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন, প্রেসক্লাবের সভাপতি মো: হারুন অর রশীদ মৃধা বিশেষ অতিথি ছিলেন।