গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোক্তাদির চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণই ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। মূলত বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণের মাধ্যমেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে ফ্রান্স আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
অনুষ্ঠানের শুরুতে ফ্রান্স আওয়ামী লীগের নেতৃবৃন্দ মন্ত্রীকে সাথে নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করে। পরে প্রধান অতিথি তার বক্তব্যে ঐতিহাসিক ৭ই মার্চের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম বকুল, সৈয়দ ইকবাল হাসমী, মনজুরুল আহসান সেলিমসহ প্যারিস মহানগর আওয়ামী লীগ, ফ্রান্স যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।