নৃশংসতা বন্ধ করে নিরাপদ মানবিক করিডরের ব্যবস্থা করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করার আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
বাদশাহর পক্ষে লিখিত বক্তব্যটি পাঠ করেন সৌদির তথ্যমন্ত্রী সালমান আল-দোসারি। পবিত্র রমজান মাস শুরু হওয়া উপলক্ষে এই বক্তব্য দেন সালমান বিন আবদুল আজিজ।
গাজায় এখন পর্যন্ত ইসরাইলি হামলায় ৩১ হাজারের বেশি মানুষ মারা গেছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। আহত হয়েছেন ৭২ হাজার ৬৫৪ জন।