নানা আয়োজনে চুয়াডাঙ্গায় দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। কেক কাটা, আলোচনা সভায় রবিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাকক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
বাংলাদেশ প্রতিদিনের চুয়াডাঙ্গা প্রতিনিধি জামান আখতারের সভাপতিত্বে আলোচনা পর্বে অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সহ-সভাপতি রফিক রহমান, স্থানীয় দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, জ্যেষ্ঠ সাংবাদিক এমএম আলাউদ্দিন, এমএ মামুন প্রমুখ। পরে অতিথিরা কেক কেটে পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিকে মিষ্টিমুখ করান। শেষে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষে বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধিকে শুভেচ্ছা জানানো হয়।