পোল্যান্ডকে ১০০ সাঁজোয়া যানের অর্ডার দিয়েছে ইউক্রেন!

0

ইউক্রেন ১০০টি রোসোমাক বহুমুখী সাঁজোয়া যানের অর্ডার দিয়েছে, যা ফিনিশ লাইসেন্সের অধীনে পোল্যান্ডে তৈরি করা হয়। পোল্যান্ডের প্রধানমন্ত্রী শনিবার এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি দক্ষিণ পোলিশ শহর সিমিয়ানোভিস স্লাস্কির রোসোমাক উৎপাদন কেন্দ্র পরিদর্শনের সময় বলেন, ‘আমি গতকাল ইউক্রেনীয় প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহালের কাছ থেকে ১০০টি রোসোমাকের একটি অর্ডার নিয়ে এসেছি, যা এখানে তৈরি করা হবে।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া তাদের পশ্চিমপন্থী সাবেক সোভিয়েত প্রতিবেশীকে আক্রমণ করে। এরপর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেনকে প্রচুর অর্থায়ন এবং অস্ত্র সরবরাহ করেছে।

সূত্র : এএফপি, আল-আরাবিয়া

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here