বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের ভূঁইয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার দুপুরে পুলিশের করা দুই মামলায় বিএনপির সাবেক এ এমপিকে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে খায়ের ভূঁইয়াকে কারাগারে পাঠানোর সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এসময় তারা আসামি বহনকারী প্রিজনভ্যান আটকানোর চেষ্টা করে। এতে জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।