পাবনায় কেক কেটে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0

দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৫ বছরে পদার্পণ উপলক্ষে পাবনায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনের এ আয়োজন করা হয়। পত্রিকাটির পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান। 

সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান উৎপল মির্জা, পাবনা টেলিভিশন সাংবাদিক সমিতির আহবায়ক রাজিউর রহমান রুমী, নিউজ টোয়েন্টিফোর প্রতিনিধি আহমেদ উল হক রানা, দৈনিক কালবেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, সাংবাদিক কানু স্যান্যাল, বাংলা ট্রিবিউন প্রতিনিধি ইয়াদ আলী মৃধা পাভেল, বাংলাদেশ সংবাদ সংস্থ প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, এটিএন নিউজের রিজভী জয়, দৈনিক পাবনার খবর’র নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান শিপন, বিজনেস বাংলাদেশ প্রতিনিধি রেজা নাবিল, এটিএন নিউজ ক্যামেরা পারসন  মিলন মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন শুধু পাবনা জেলায় নয়, সারাদেশে সবচেয়ে বেশি প্রচারিত পাঠক প্রিয় পত্রিকা। দীর্ঘ ১৪ বছর ধরে পাঠকদের মনে জায়গা করে নিয়েছে পত্রিকাটি। পত্রিকাটির সাফল্য কামনা করেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here