ফুলপুরে বিশ্ব অটিজম দিবসে প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান

0

ময়মনসিংহের ফুলপুরে বিশ্ব অটিজম দিবসে মরিয়ম নামে এক  শারিরীক প্রতিবন্ধী শিশুকে একটি হুইল চেয়ার দেওয়া হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে তাকে ওই চেয়ারটি দেওয়া হয়। জানা যায়, গোদারিয়া আশ্রয়ণের বাসিন্দা মরিয়ম একটি হুইল চেয়ারের অভাবে চলাফেরা করতে পারছিল না। পরে গত ২৮ মার্চে মরিয়মের মা মরিয়মের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি হুইল চেয়ারের আবেদন করেন। এর প্রেক্ষিতে আজ বিশ্ব অটিজম দিবসে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান মরিয়মকে একটি হুইল চেয়ার প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা  সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা প্রকৌশলী মো. রাকিব উল হাফিজ, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল, মরিয়মের মা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here