দলে মুস্তাফিজ কি অটোচয়েজ?

0

সাম্প্রতিক বা গেল বছর দুয়েক ধরে খুব একটা নজরকাড়া পারফর্মও করতে দেখা যায় না মুস্তাফিজুর রহমানকে। সময়ের সাথে সাথে নিজের বোলিংয়ের ধারও কমতে শুরু করেছে ফিজের। যদিও জাতীয় দলের হয়ে সাদা বলের ফরম্যাটে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে শনিবার ৪ ওভারে মুস্তাফিজ দিয়েছেন ৪৭ রান ১ উইকেটের বিনিময়ে। সিরিজের প্রথম ম্যাচেও শেষ ওভারে ছিলেন খরুচে। এরপর সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে জানতে চাওয়া হয় দলে মুস্তাফিজ অটোচয়েজ কিনা। 

ডেথ ওভার নিয়ে মুস্তাফিজের ওপর ভরসা অনেক। তবে এসময়ে এসে হতাশই করছেন। যদিও তা মানতে নারাজ শান্ত, ‘আমার কাছে মনে হয় না। মাঝের ওভারে তাসকিন, শরিফুল, ফিজ এক ওভার করে করেছে। হ্যাঁ ফিজের এক ওভার ভালো যায়নি। দিনশেষে আমার মনে হয় কাজে লাগানো যেত আজকের দিনটা হয়নি। মুস্তাফিজ অতীতে যেমন প্রমাণ করে এসেছে তাতে আমাদের কোনো চিন্তা নেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here