দাগনভুঞা পৌরসভার রামানন্দপুর ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ নেতা সামছুদ্দিন তারবিজ (গাজর প্রতীক) ৮৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাংবাদিক নুরুল আলম খাঁন (পাঞ্জাবি প্রতীক) পেয়েছেন ৩০১ ভোট।
ওই ওয়ার্ডের কাউন্সিলর মো. হানিফ মৃত্যুবরণ করলে পদটি শূন্য হয়। শনিবার সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত রামানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন ভোটাররা। নির্বাচনে ২৪২৮ ভোটারের মধ্যে ১৩৮৫ জন ভোট প্রদান করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা তুজ জোহরা জানান, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। সকাল থেকে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটসহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনে দায়িত্ব পালন করেছেন।