১৭৫ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই ছন্নছাড়া বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়েছে নাজমুল হাসান শান্তর দল।
লিটন দাস ধনঞ্জয়া ডি সিলভার শিকার হয়ে ফিরেছিলেন। এরপর টাইগার শিবিরে ধস নামান নুয়ান থুশারা। একে একে তুলে নেন অধিনায়ক শান্ত, তাওহিদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট।
২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে ব্রেট লির হ্যাটট্রিক ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসেই প্রথম। এরপর বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক পেয়েছেন লাসিথ মালিঙ্গা, দীপক চাহার, নাথান এলিস ও করিম জানাতের। সর্বশেষ সে তালিকায় যুক্ত হলেন তুশারা। যার অ্যাকশনও কিছুটা মালিঙ্গার মতোই।
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭৫ রান।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমে ১৭৪ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা।