টাঙ্গাইলে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

0

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার জেলা পুলিশের উদ্যোগে স্মৃতিস্তম্ভে মৃত্যুবরণকারী ১০১ জন পুলিশ সদস্যদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পুলিশ লাইন্স ড্রিল শেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির ছিলেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুউদ্দীন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী, সিআইডি’র বিশেষ পুলিশ সুপার বেলায়েত হোসেন, নৌ পুলিশের বিশেষ পুলিশ সুপার হেলাল উদ্দিন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here