যুদ্ধবিরতি বিষয়ে হামাসের ‘কোর্টে বল’ : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

0

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন বলেছেন, ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি মেনে নেওয়ার বিষয় এখন হামাসের ওপর নির্ভর করছে। দীর্ঘ পাঁচ মাস ধরে চলা এ লড়াইয়ে নতুন একটি যুদ্ধবিরতির আশা ম্লান হয়ে যাওয়ার প্রেক্ষাপটে এ কথা বলেন তিনি।

প্রেসিডেন্ট জো বাইডেন তার স্টেট অব দ্য ইউনিয়নে দেওয়া ভাষণে ‘দ্রুততার সাথে’ ছয় সপ্তাহের যুদ্ধবিরতির আহ্বান জানানোর একদিন পর শুক্রবার ব্লিঙ্কেন বলেন, এক্ষেত্রে ‘প্রধান ইস্যু হচ্ছে হামাস।’ আর এ যুদ্ধবিরতির আওতায় যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তার এবং জিম্মি মুক্তির সুযোগ থাকবে।

তিনি বলেন, ‘কিন্তু এ ব্যাপারে আমার মনে কোনো সন্দেহ নেই যে জিম্মিদের মুক্তি দিয়ে যুদ্ধবিরতির চুক্তি করা সংশ্লিষ্ট সকলের জন্য মঙ্গনলজনক হবে।’

মধ্যস্থতাকারীরা মুসলমানদের পবিত্র রমজান মাসের আগেই যুদ্ধবিরতি চুক্তি করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে আসছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী রবিবার থেকে মধ্যপ্রাচ্যে রোজা শুরু হওয়ার কথা।

বৃহস্পতিবার হামাসের প্রতিনিধি দল তাদের দাবির ব্যাপারে ইসরায়েলের প্রতিক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে তারা কাতারে সর্বশেষ দফার আলোচনা বর্জন করে।

সূত্র : রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here