পিএসএলে আকিলের হ্যাটট্রিক

0

পাকিস্তান সুপার লিগে (পিএসএলে) গতকাল হ্যাটট্রিক করেছেন আকিল হোসেইন। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পেশাওয়ার জালমির বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট পেয়েছেন এই কিউই স্পিনার। কোয়েটার প্রথম বোলার হিসেবে এমন কীর্তি গড়েছেন আকিল।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আকিলের হ্যাটট্রিকটি তার কোটার শেষ ও পেশাওয়ারের ইনিংসের ১৬তম ওভারে। ওভারের দ্বিতীয় বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন আমের জামাল। পরের বল স্টাম্পে টেনে আনেন মেহরান মুমতাজ। চতুর্থ বলে স্লিপে ধরা পড়েন লুক উড। 

পিএসএলের এবারের আসরে এটিই প্রথম হ্যাটট্রিক। তবে সব মিলিয়ে ষষ্ঠ বোলার হিসেবে পিএসএলে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন আকিল। আগের পাঁচ জন হলেন- মোহাম্মদ আমির (২০১৬), জুনাইদ খান (২০১৮), ইমরান তাহির (২০১৮), মোহাম্মদ সামি (২০১৯) ও আব্বাস আফ্রিদি (২০২৩)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here