আইপিএলে কামিন্সকে অধিনায়ক করায় কেন ক্ষুব্ধ ডি ভিলিয়ার্স?

0

আইপিএলের ১৭তম আসরের নিলামে টাকার অঙ্কের ঝড় তুলেছিলেন দুই অস্ট্রেলিয়ান তারকা প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। দু’জনেই আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড গড়েন। পরবর্তীতে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো কামিন্সকে অধিনায়কত্ব দেয় সানরাইজার্স হায়দরাবাদ। যে কারণে ফ্র্যাঞ্চাইজিটির ওপর বিরক্ত সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

মূলত হায়দরাবাদ কামিন্সকে নেতৃত্ব দিতে গিয়ে দায়িত্ব কেড়ে নিয়েছে প্রোটিয়া তারকা এইডেন মার্করামের। আগের আসরে তিনি দলটিকে নেতৃত্ব দিয়েছিলেন।

উল্লেখ্য, আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএলের নতুন আসর। ইতোমধ্যে প্রতিযোগী দলগুলো নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here