মালদ্বীপের বেঁধে দেওয়া সময়েই আগামীকাল রবিবার থেকে প্রথম দফায় সেনা প্রত্যাহার শুরু করবে ভারত। দেশটিতে থাকা প্রায় ৮০ জন ভারতীয় সেনা পর্যায়ক্রমে প্রত্যাহার করতে দ্বীপরাষ্ট্রটির চীনপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু আগামী মে মাস পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। খবর বিবিসির
জানা গেছে, দ্বিপাক্ষিক সমঝোতা অনুযায়ী আগামী ১০ই মে-র মধ্যে মালদ্বীপ ছাড়ার কথা ভারতীয় সেনাদের, যার প্রথম দফা শুরু হবে আগামীকাল ১০ই মার্চ থেকে। মালদ্বীপে ১০ই মে-র পর কোনও ভারতীয় সেনা থাকবে না, তা সে উর্দি পরেই হোক বা সাদা পোশাকে- স্পষ্টভাবে এ কথা আগেই বলেছেন দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজ।
সম্প্রতি মালদ্বীপ সরকার চীনের সঙ্গে একটি ‘সামরিক সহায়তা’ চুক্তি করেছে। বিষয়টি ভালোভাবে দেখছে না দিল্লি। মালদ্বীপের রাজনৈতিক বিশ্লেষক আজিম জাহির বলেছেন, ‘এটি নজিরবিহীন। সামরিক সহায়তার জন্য বেইজিংয়ের সঙ্গে মালদ্বীপ এই প্রথম প্রতিরক্ষা চুক্তি করল।’