ময়মনসিংহের ফুলপুরে সন্ধ্যা পূজা দিতে গিয়ে আগুনে পুড়ে তিতলী (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৭ মার্চ) বিকাল ৪টায় ঢাকায় শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে শুক্রবার (৮ মার্চ) বিকালে উপজেলার বালিয়া গ্রামে তার মরদেহের শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
মৃত তিতলী বালিয়া গ্রামের প্লাবন মিত্র মানিকের দ্বিতীয় কন্যা ও ময়মনসিংহের পন্ডিতপাড়া প্রগ্রেসিভ স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী ছিল।