ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, জেরুজালেমের পুরনো শহরের লায়ন্স গেটে মুসল্লিদের ওপর হামলা ও মারধর করেছে ইসরায়েলি বাহিনী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওয়াফা জানিয়েছে, পবিত্র আল-আকসা মসজিদে নামাজ আদায় করতে মুসল্লিদের বাধা দেয় ইসরায়েলি সেনারা এবং তাদের মধ্যে দু’জনকে গ্রেফতার করে।
ওয়াফা বলেছে, পবিত্র রমজান মাস সামনে রেখে ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদের গেট এবং ওল্ড সিটিতে কঠোর সামরিক ব্যবস্থা অব্যাহত রেখেছে।
পশ্চিম তীরের নাবলুস, হেবরন, বেথেলহেম, রামাল্লাহ ও কালকিলিয়া শহরেও রাতভর ও সকালে অভিযান ও কিছু ক্ষেত্রে আটকের খবর পাওয়া গেছে।