নাটোরে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে কিশোর নিহত

0

নাটোরের রানী ভবানীর রাজবাড়ি চত্বরে বয়েরা গাছের ডাল ভেঙে পড়ে রাজু নামে ১২ বছরের এক কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত রাজু তার এক সহপাঠির সাথে রাজবাড়িতে বেড়াতে গিয়েছিল। সে শহরের বলারি পাড়া এলাকার জনৈক রাজেনের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের ৫ম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে রাজু তার এক সহপাঠির সাথে রাজবাড়ি চত্বরের উন্মুক্ত মঞ্চ এলাকায় ঘোরাঘুরি করছিল। মুক্তমঞ্চ এলাকার ৪ নং স্পটে বিভিন্ন খেলনার দোকানের সামনে দাঁড়িয়ে থাকার সময় একটি বয়েরা গাছের ডাল ভেঙে রাজুর মাথার ওপর পড়লে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহীতে নেওয়ার পথে সে মারা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here