প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে আসছেন নেপালি ফুটবলার অঞ্জন বিস্তা। নেপাল জাতীয় দলের এই ফরোয়ার্ডকে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে খেলতে দেখা যাবে ফর্টিস এফসির জার্সিতে।
শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দলটির ম্যানেজার রাশেদুল ইসলাম।
নেপাল জাতীয় দলের জার্সিতে ৬০ ম্যাচ খেলে ১৩ গোল করেছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক আছে তার।
২০২১ সালে কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। নেপাল জিতেছিল ৩-১ গোলে। তিনটি গোলই করেছিলেন অঞ্জন বিস্তা।
এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে গনেশ থাপা ও হড়ি খাড়কারা ছিলেন পরিচিত মুখ। তবে ২০০৭ সালে প্রফেশনাল ফুটবল বাংলাদেশ প্রিমিয়ার লিগ চালুর পর খেলেনি কোনো নেপালি ফুটবলার।