নাটোরে সড়কের পাশ থেকে শফিকুল ইসলাম নামে এক কলা ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার দিয়ার সাতুরিয়া এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত শফিকুল টাঙ্গাইল জেলার মধুপুর এলাকার বাসিন্দা।
সদর থানার ভাবপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, হয়বতপুর দিয়ার সাতুরিয়া এলাকায় ফজরের নামাজ শেষে লোকজন মসজিদ থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে এক মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। মৃতদেহটির শরীরে কোন আঘাতের চিহৃ না থাকলেও মাথায় ক্ষতচিহৃ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। নিহত শফিকুলের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। পরিবারের সদস্যরা আসলে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি হস্তান্তর করা হবে।