প্রথম ম্যাচ হেরে গেলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে লঙ্কানদের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে টাইগাররা। এখনও তাদের সামনে আছে সিরিজ জেতার সুযোগ।
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পরদিন বৃহস্পতিবার অনুশীলন করেনি শ্রীলঙ্কা। তবে ঐচ্ছিক অনুশীলনে মাঠে এসেছেন বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্রিকেটার।
চট্টগ্রামে ১৩ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। মুশফিক-মিরাজ ছাড়াও ওয়ানডে স্কোয়াডের ওপেনার তানজিদ হাসান তামিম টি-টোয়েন্টি দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন।