ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত রাশিয়া উল্লেখযোগ্য হারে অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।
শনিবার মস্কোতে সেনা কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ কথা জানান রুশ প্রতিরক্ষামন্ত্রী।
বৈঠকে ইউক্রেন যুদ্ধে নিযুক্ত সেনা কমান্ডারদের কাছ থেকে যুদ্ধক্ষেত্রের সর্বশেষ তথ্য শুনেন রুশ প্রতিরক্ষামন্ত্রী।
এ সময় তিনি ইউক্রেনে রুশ সেনাদের কাছে নিরবচ্ছিন্নভাবে অস্ত্র সরবরাহের কৌশল নিয়ে আলোচনা করেন।
সূত্র : আনাদোলু এজেন্সি।