জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, ‘৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাষণ দিয়েছিলেন, তা বিশ্ব ইতিহাসে অমরত্ব লাভ করেছে। শোষিত ও নিপীড়িত বাঙালি জাতির মুক্তির পথ নির্দেশিত হয়েছিল সে ভাষণে। সেই ভাষণে বাঙালি জাতি বিশ্বদরবারে বীরের জাতি হিসেবে পরিচিতি লাভ করেছিল।’
তিনি বলেন, ‘৭ই মার্চের ভাষণ দেশকে এগিয়ে নিতে আমাদেরকে অনুপ্রেরণা জোগাচ্ছে। তরুণ প্রজন্মদের জন্য দেশপ্রেম জাগ্রত করার প্রেরণা ৭ মার্চের ভাষণ। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রগতিতে দৃশ্যমান ভূমিকা রাখার আহ্বান জানান।
শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মমিুনল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা মোঃ মোখলেছুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, দিনাজপুর পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজুসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, দিনাজপুর সদর উপজেলা পরিষদ ও প্রশাসন, জেলা কারাগার, দিনাজপুর জেলা আওয়ামী লীগ, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, শিক্ষাপ্রকৌশল অধিদপ্তর, মহিলা বিষয়ক, অধিদপ্তরসহ আওয়ামী লীগের অঙ্গসহযোগি সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান।