বগুড়ায় ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভা

0

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে বগুড়ায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বটতলাস্থ নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মকবুল হোসেন। 

উদ্বোধনের পরপরই জেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান।

এদিন সকাল ৮টায় আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ শেষে জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে সংগঠনের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপিসহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সকাল সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভায় বক্তব্য রাখেন সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু। এছাড়াও জেলার সকল উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here