চীনকে দমন করার জন্য আমেরিকা নতুন নতুন উপায় বের করছে বলে মন্তব্য করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
তিনি বলেন, “চীন সম্পর্কে আমেরিকা ভুল ধারণা অব্যাহত রয়েছে এবং দেশটি এখনও তার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি।”
ওয়াং ই বলেন, গত নভেম্বরে প্রেসিডেন্ট জো বাইডেন এবং শি জিনপিংয়ের বৈঠকের পর দুই দেশের মধ্যকার সম্পর্কের কিছুটা অগ্রগতি হলেও চীন সম্পর্কে ভুল ধারণা ধরে রেখেছে আমেরিকা এবং দেশটি এখনও তার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি।
ন্যাশনাল পিপলস কংগ্রেসে ওয়াং বলেন, “এ কথা আমাদের উল্লেখ করতে হবে আমেরিকা চীন সম্পর্কে ভুল ধারণা পোষণ করে চলেছে এবং যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করেনি।”
তিনি অভিযোগ করেন, চীনকে দমন করার জন্য নতুন নতুন উপায় বের করে আসছে আমেরিকা।
এ সময় তিনি আরও বলেন, উভয়পক্ষ তাদের ভিন্নতাকে সম্মান করলে এবং স্বীকৃতি দিলে উভয় দেশের মধ্যে বিনিময় চলার আশা করা যেতে পারে। সূত্র: রয়টার্স