কুমিল্লার উঠানে উঠানে কৃষক-কৃষাণীদের স্কুল

0

ইউসুফপুর। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশের একটি গ্রাম। কৃষক মোসলেম উদ্দিনের বাড়ি সেখানে। বাড়ির উঠানে পাটি বিছিয়ে বসেছেন কৃষক-কৃষাণীরা। কৃষকরা কেউ জমি থেকে উঠে এসেছেন, পা ধুয়ে আসলেও হাঁটুর পাশে কাদা শুকিয়ে আছে। কৃষাণীরা লাজুক ঘোমটা টেনে শিক্ষকের কথা শুনছেন। প্রতি মাসে বসে এই কৃষক স্কুল। এখানে নিরাপদ ফল ফসল উৎপাদনের জন্য কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। এতে বিষমুক্ত ফল-ফসল পাচ্ছেন এলাকাবাসী। নিরাপদ ফল-ফসলের ভালো দাম পেয়ে খুশি কৃষকরাও।

জানা গেছে, কুমিল্লার ১৭ উপজেলার বিভিন্ন গ্রামের উঠানে উঠানে বসছে নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যে কৃষকদের স্কুল। দেবিদ্বার উপজেলার পৌরসভা ব্লকের ভোষণা, জাফরগঞ্জ ইউনিয়নের বারেরা ও ইউসুফপুর ইউনিয়নের ইউসুফপুর গ্রামে এই স্কুল বসে।

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লিটন চন্দ্র দত্ত ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, আমরা কৃষক-কৃষাণীদের নিয়ে কৃষক স্কুল পরিচালনা করছি। বছরে ১৪টি ক্লাস নিচ্ছি। এতে কৃষক-কৃষাণীদের ব্যাপক সাড়া পাচ্ছি। তারা সেক্সফেরমেন ফাঁদ, হলুদ ট্র্যাপ ও জৈব বালাইনাশক প্রয়োগ করে পোকা দমন শিখছেন। এ ছাড়া পরিমিত সার ব্যবহার শিখছেন।

দেবিদ্বার উপজেলা কৃষি অফিসার বানিন রায় বলেন, সমন্বিত বালাই ব্যবস্থাপনার (আইপিএম) জন্য উপজেলার ৩টি ব্লকে কৃষক স্কুল চালু রয়েছে। পার্টনার প্রোগ্রামের মাধ্যমে আরও ৯টি স্কুল চালু করা হবে। কৃষকদের হাত ধরে এই উপজেলার ফল ফসল নিরাপদ ও বিষমুক্ত হবে বলে আশা করছি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক আইউব মাহমুদ বলেন, জেলায় বর্তমানে আমাদের নিরাপদ ফসল উৎপাদনে আমরা গুরুত্ব দিচ্ছি। জেলায় বর্তমানে ৪৪টি কৃষক স্কুল চালু রয়েছে। এ সংখ্যা আরও বাড়ানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here