স্বস্তির জয়ে পরের পর্বে বায়ার্ন

0

লাৎজিওর বিপক্ষে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখ ফেবারিট থাকলেও চাপ ছিল পাহাড়সম। সেই চাপ অবশ্য সামাল দিয়েছে তারা। হ্যারি কেইনের জোড়া গোলের সুবাদে প্রথম লেগে পিছিয়ে থেকেও কোয়ার্টারে গিয়েছে বায়ার্ন।

খেলা অ্যালিয়াঞ্জ অ্যারেনায় হলেও বায়ার্ন মিউনিখ যে খুব একটা ছন্দে ছিল তেমন বলার জো নেই। ম্যাচের প্রথম আধঘণ্টাউ স্বভাবসুলভ আধিপত্য ছিল বটে। তবে সেটা গোল পাওয়ার জন্য যথেষ্ট ছিল না। জামাল মুসিয়ালা, হ্যারি কেইন কিংবা থমাস মুলাররা বারবারই আটকে গিয়েছেন ইতালিয়ান রক্ষণ দূর্গের সামনে। 

বিরতির আগে দ্বিতীয় গোলও পেয়ে যায় বায়ার্ন মিউনিখ। মাথিয়াস ডি লিটের দুর্দান্ত ভলি জালের পথে থাকলেও সামনে থাকা মুলার গোল নিশ্চিত করেন। মূলত, এই গোলের পরই নিজেদের ছন্দ ফিরে পায় বায়ার্ন। দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে তারা। 

অবশ্য গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ২০ মিনিটের বেশি। ৬৬ মিনিটে লেরয় সানের শট লাৎজিও গোলকিপার প্রতিহত করলেও তা পেয়ে যান কেইন সহজেই বল জালে পাঠান। পুরো ম্যাচেই বজায় ছিল এই আধিপত্য। লাৎজিও নিতে পারেনি কোন শট। প্রথম লেগে এগিয়ে থেকেও তাই ইতালিয়ান ক্লাবটি নিয়েছে বিদায়। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here