ব্যাট হাতে ঝড় তোলার জন্য সনাৎ জয়াসুরিয়ার নামের পাশে ছিল মাতারা হেরিকেন নাম। সেই খেলোয়াড়ি জীবনের ইতি টেনে এখন শ্রীলঙ্কা দলের পরামর্শকের দায়িত্বে রয়েছেন জয়সুরিয়া।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে লঙ্কান দল এখন সিলেটে। আর সেখানেই মঙ্গলবার সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দিয়েছেন কিংবদন্তি এই ক্রিকেটার।
শ্রীলঙ্কার ব্যাটারদের দেখেও মুগ্ধ জয়সুরিয়া, ‘ভালো ম্যাচ ছিল। ভালো খেলেছে, ভালো ব্যাট করেছে। লঙ্কানদের ভালো খেলতে দেখে ভালো লাগলো। ছেলেরা ভালো করছে, দায়িত্ব নিয়ে খেলছে। ব্যাটাররা রান করে বাংলাদেশকে চাপে রেখেছিল। শুধু আসালঙ্কা না, প্রত্যেক ব্যাটার ভালো করেছে। টপ অর্ডার রানে আছে দেখে ভালো লাগছে।’
বাংলাদেশ সফরে আসা নিয়ে জয়সুরিয়া বলেন, ‘আমি এখানে এসেছি পরামর্শক হিসেবে। দল ভালো শুরু পেয়েছে। যতটা পারি দলকে সহায়তা করব।’