ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৩টি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় কোনও কাগজপত্র না থাকায় উপজেলার দড়িনগুয়া এলাকার একটি ইটভাটাকে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া অভিযানে বীরগুছিনা এলাকার দুটি ইটভাটায় অভিযান চালিয়ে নানা অনিময় থাকায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর। পরিবেশ অধিদপ্তরের এ অভিযানে সহযোগিতা করেন পুলিশ ও ফায়ার সার্ভিস।