মোসাদের কাছে তথ্য বিক্রির অভিযোগে তুরস্কে গ্রেফতার ৭

0

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে তথ্য বিক্রির অভিযোগে এক বেসরকারি গোয়েন্দাসহ সাতজনকে আটক করেছে তুরস্কের পুলিশ।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, সাবেক এই সরকারি কর্মকর্তা তুরস্কের মধ্যপ্রাচ্যের কোম্পানি ও ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ, ট্র্যাকিং ডিভাইস স্থাপন ও নজরদারিতে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

অভিযানের বিষয়ে আঙ্কারা কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। আনাদোলুর প্রতিবেদনের বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

তুরস্কের ওই গোয়েন্দাকে মোসাদ সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে প্রশিক্ষণ দেয়। তিনি ক্রিপ্টোকারেন্সিতে অর্থ পেয়েছিলেন যা সরকারি রেকর্ডে দেখা যায়নি বলে সূত্রগুলি জানিয়েছে।

তুরস্কের একটি আদালত জানুয়ারিতে ১৫ জনকে গ্রেফতার এবং মোসাদের হয়ে তুরস্কে বসবাসকারী ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আরও আটজনকে প্রত্যর্পণের আদেশ দেয়। এছাড়া ফেব্রুয়ারিতে মোসাদের কাছে তথ্য বিক্রির সন্দেহে তুরস্ক সাতজনকে আটক করে।

তুরস্কে হামাসের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বসবাস করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here