‘সুপার টিউসডে’র আগে নর্থ ডাকোটায় জয়ী ট্রাম্প

0

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে এবার নর্থ ডাকোটা ককাসে জয়ী হলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

‘সুপার টিউসডে’র আগে সোমবার নর্থ ডাকোটায় ককাস হয়। এই ককাসে ট্রাম্প সহজেই তার একমাত্র রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে পরাজিত করেন।

‘সুপার টিউসডে’র ভোটে ট্রাম্প তার দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি আরও পোক্ত করবেন বলেই ধারণা করা হচ্ছে।

জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যালি গত রবিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত প্রাইমারিতে ট্রাম্পের বিরুদ্ধে প্রথমবারের মতো জয় পান। অন্যদিকে, প্রথম আটটি প্রাইমারির সব কটিতেই জিতেছেন ট্রাম্প। বাকি যেগুলো আছে, তার প্রায় সব কটিতেই তিনি জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে।

চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সূত্র: পলিটিকো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here