যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সমাবেশ

0

বাংলাদেশ মহিলা আওয়ামী আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ মার্চ সন্ধ্যায় নিউইয়র্কে যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের এক সমাবেশের প্রধান অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা শামসুদ্দিন আজাদ বলেন, বরাবরই আমাদের নেত্রী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নে চ্যাম্পিয়ন হিসেবে আবির্ভূত হয়েছেন। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওই মেয়াদে ২৬ হাজার নারীকে তিনি ক্ষমতায়িত করেছিলেন। এখনও বাংলাদেশের পার্লামেন্ট থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত, প্রশাসনেরও সকলস্তরে এমনকি হাইকোর্টে বিচারপতি হিসেবেও নারীকে নিয়োগ দিয়েছেন। এসব কারণে আজকের এই সমাবেশ থেকে আমি জননেত্রী শেখ হাসিনাকে স্যালুট জানাচ্ছি। 

শামসুদ্দিন আজাদ এ সময় বিশেষভাবে উল্লেখ করেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনার পথে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগুচ্ছে দিপ্ত প্রত্যয়ে। শেখ হাসিনার হাতেই বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ। এ জন্য মহিলা আওয়ামী লীগের প্রবাসের নেতা-কর্মীদেরও দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই হোক সকলের অঙ্গীকার।

মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় এ আলোচনায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সোলায়মান আলী, স্বেচ্ছাসেবক দলের নেতা নুরুজ্জামান সর্দার, মহিলা আওয়ামী লীগের নেত্রী সবিতা দাস, জাহানারা আলী, আজমেরী জামান, রুনা রায়, নাসরীন হক, অরুণা সাহা, পপি পাল প্রমুখ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here