নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

0

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে মাছ ধরতে গিয়ে আবুল কাশেম (৫২) নামে এক জেলে নিখোঁজ হয়েছে। সোমবার বিকাল সাড়ে চারটার দিকে মাতামুহুরী নদীর চকরিয়া অংশের বাটাখালী ব্রিজের অদূরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আবুল কাশেম চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড জালিয়া পাড়ার আবদুল খালেকের ছেলে। চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, চকরিয়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল চট্টগ্রাম থেকে আসলে আবারও উদ্ধার তৎপরতা চালানো হবে বলে জানান চকরিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার লিটন কান্তি দাশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here