বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে রানের পাহাড় চাপিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৬ রান তোলে লঙ্কানরা।
শুরুতে ব্যাটিংয়ে নেমে চাপে পড়ে শ্রীলঙ্কা। ৪ রানে শরিফুলের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন আভিশকা ফার্নান্দো। এরপর পঞ্চম ওভারে এসে দলকে সাফল্য এনে দেন তাসকিন। একটু অতিরিক্ত বাউন্স করা বলে পুল করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দেন কামিন্দু মেন্ডিস। ১৪ বলে ১৯ রান আসে তার ব্যাট থেকে।
একপর্যায়ে রিশাদের বলে ৫৯ রানে আউট হন কুশল মেন্ডিস। শেষ দিকে আসালঙ্কার অপরাজিত ২১ বলে ৪৪ রানের ক্যামিওতে দুইশো পার করে শ্রীলঙ্কা। এ ছাড়া ৪৮ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন সামারাবিক্রমা।